বিশেষ করে আমাদের বাংলাদেশে পুরুষদের যৌন সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এর প্রধান কারন হলো আমাদের খাদ্যভ্যাস ও সুষম খাদ্যের অভাব। আমরা প্রতিদিন কি খাচ্ছি ভেবে দেখেন? বাজার থেকে যে সবজি কিনে খাই আসলে সে সবজি তে কি দেয়া আছে আপনি কি জানেন? সবজি ক্ষেত থেকে তোলার আগে কৃষকরা নানা রকম রাসায়নিক স্প্রে করে থাকেন, তাদের ফসল টাটকা বা বৃদ্ধি করার জন্য অথবা রোগ প্রতিরোধ করার জন্য।
সে সব রাসায়নিক ব্যাবহারের পর কমপক্ষে ৫/৭ দিন এর কর্মক্ষমতা অটুট থাকে। কিছু রাসায়নিক আছে যা কৃষকরা ব্যাবহার করেন উচ্চফলনের আশায়। সেসব রাসায়নিক পদার্থের রিয়্যাকশন না কাটতেই বাজারে বিক্রি করা হয়। আমরা এগুলোই খাচ্ছি আর বিভিন্ন রোগে ভুগছি। শুধু কি সবজিতে? বাজারে কি খান পান, সিগারেট, সব কিন্তু ক্যামিক্যেল। ফল খাবেন তো ফরমালিন ! এতে মানুষ নানা জটিলতা সহ অজানা অনেক রোগে আক্রান্ত হচ্ছে।
যই হোক সেসব নিয়ে কথা বলার সমায় অনেক পাবো বা পরে কোন এক পোস্টে আলোচনা করা যাবে। আসি আসল কথায়।
বৌয়ের কাছে লজ্জায় মাথা নিচু হয়ে গেছে? এবার বউয়ের মাথা নিচু হবে আপনার কাছে?
কিভাবে?
বাজারে গিয়ে ভালো মধু কিনে আনুন প্রানের মধু পাওয়া যায় সেটা ভালো অথবা শক্তি আয়ুরব্যাধিক কম্পানির মধু পাওয়া যায় সেটাও ভালো। হকার কিংবা ফেরীওয়ালার কাছে কিনবেন না কারন সেখানে ও ক্যামিক্যাল বা ভেজাল। এবার কালো জিরা কিনে নিন ১০০ গ্রাম আপনার কাজ শেষ।
প্রতি দিন রাতে শোয়ার সমায় ১ চামুচ মধু আর এক চিমটি কালো জিরা মিশিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন ৭ দিন। রেজাল্ট পাবেন বৌয়ের কাছে। তবে হ্যা একটা কথা বলে রাখি যারা উচ্চ রক্ত চাপে ভোগেন বা ডায়াবেটিকস আছে তারা এটা করবেন না। এতে আপনার প্রেশার বা ডায়াবেটিকস বেড়ে যাবে ১০০% । আর যত টুকু পারেন সুষম খাবার খান এতে আপনার মন সাস্থ দুটোই ভালো থাকবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পোস্টটি, আর উপকৃত হলে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।